চাঁপাইনবাবগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
- ৯ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৯:০৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এবার জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ৫-১৬ বছর বয়সী ৪ লাখ ৩২ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় জেলাশহরের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক খালেদা আখতার কাকলি, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামশুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।
০ টি মন্তব্য