আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

নবাবগঞ্জ সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মেহেদি হাসান

বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার সকালে  বৃষ্টিস্নাত সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। 

ছাত্র শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রার পর নূর মোহাম্মদ খান মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুর সভাপতিত্বে আলোচনা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু, আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দীন আল হাসান ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনার সূচনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক  প্রফেসর মিঞা মোঃ নূরুল হক। 

দিবস পালনের তাৎপর্য ও শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের অতীত বর্তমান নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ শাহ আলম,   শিক্ষক সমিতির সম্পাদক মোঃ দুরুল হোদা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মেসবাহুল আলম, ছাত্রনেতা একেএম আনোয়ার হোসেন, গোবিন্দ চ্যাটার্জী প্রমুখ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ