চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের সাথে পূজামন্ডপ নের্তৃবৃন্দের মতবিনিময় সভা
- ৩রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮:১৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি শৃংখলা বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সাথে পূজামন্ডপের নের্তৃবৃন্দের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় ও আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তী, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কুন্যাল মুর্খাজী, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত দাস, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সচিন দেব বর্মণ, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মিঠু সরকার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটি সাধারণ সম্পাদক সমিত চ্যাটার্জী ও নারী নেত্রী রঞ্জনা বর্মণ প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, পুলিশী টহল ব্যবস্থা থাকার কথা জানান পুলিশ সুপার। এছাড়া জেলায় দূর্গাপূজা উদযাপনে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা। সভায় ৫টি থানার ওসিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২০ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার জেলার ৫টি উপজেলার ১’শ ৫৮ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা শোভা পাবে।
০ টি মন্তব্য