আজ সোমবার, ২২শে বৈশাখ ১৪৩১, ৬ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে পুলিশের মতবিনিময় সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে পুলিশের সাথে পূজামন্ডপের নের্তৃবৃন্দের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে থানা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক এসএম মাকছুদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাহা, পৌর শাখার সভাপতি অপূর্ব সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জন চৌধুরী, পৌর শাখার সভাপতি সঞ্জয় ঘোষ, উপরাজারামপুর তাঁতীপাড়া দূর্গা মন্দিরের সভাপতি কানাই চন্দ্র দাস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার ৬২ টি দূর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মতে এবার প্রতিটি দূর্গাপূজা মন্ডপ এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিবারের ন্যায় তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি পূজামন্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায়  আনা হবে। আর আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মন্দির কমিটির নের্তৃবৃন্দের সহযোগিতা চান তিনি।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ