আজ বুধবার, ২০শে অগ্রহায়ণ ১৪৩১, ৪ঠা ডিসেম্বর ২০২৪

২৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমাজ কল্যাণের চেক বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার সমাজসেবা থেকে নিবন্ধিত ২৮টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অনুদানের ১২ লাখ ৫৪ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকগুলো বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি তার বক্তব্যে সংগঠনগুলোর প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার আহŸান জানান। 

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সমাজসেবা অফিসার ফিরোজ কবিরসহ অন্যরা। 

চেকপ্রাপ্ত সংগঠনগুলো হলো কল্যাণী মহিলা সংস্থা, মহানন্দা প্রবীণ নিবাস, অটোরিকশা জনকল্যাণ সমিতি, চিকিৎসা সহায়তা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, মনের মিল সমাজ কল্যাণ সংস্থা, যুব শ্রমিক কল্যাণ সমিতি, মহারাজপুর গ্রাম উন্নয়ন সংস্থা, সংগ্রামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, মহিমা পল্লী উন্নয়ন সংস্থা, মহানন্দা সমাজ কল্যাণ সংস্থা, ভোলাহাট পাবলিক ক্লাব, প্রতীতি আলীনগর সাধারণ পাঠাগার, রানীহাটি সাধারণ পাঠাগার, ক্রো-ম্যাগনন যুব উন্নয়ন সমিতি, ঊষা মানবিক উন্নয়ন সোসাইটি, আয়মনা বিবি মহিলা কল্যাণ সংস্থা, কলোনী ক্রীড়া ও যুব কল্যাণ সংস্থা, বরেন্দ্র গ্রাম উন্নয়ন কেন্দ্র, যোগীবাড়ী তরুণ ক্লাব, জাগো মানবিক উন্নয়ন সংস্থা, মৌসুমী লতা মানবিক উন্নয়ন কেন্দ্র, কাশিয়াবাড়ী জীবন উন্নয়ন সংস্থা, মির্জাপুর ইসলামী যুব সংঘ, জাবড়ী কাজিপাড়া জাগরণী সংঘ, চিরন্তন সমাজ কল্যাণ, কৌশল স্বেচ্ছাসেবী সংস্থা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ