আজ সোমবার, ২৯শে আশ্বিন ১৪৩১, ১৪ই অক্টোবর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে একসাথে দিনকাটালো আলোকচিত্রীরা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে পেশাদার আলোকচিত্রীরা একসাথে দিন কাটিয়েছেন। প্রায় ২১ টি সংগঠন আলোকচিত্রীরা একত্রে মিলে মিলে তাদের পেশার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা  সেইসাথে কমিটি গঠনের বিষয়ে একমত প্রকাশ করেন। এ উপলক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিন শহর পার্কে  ইমোশন ওয়েডিং জোন, ওয়েডিং ইমেজ বাই মুন্না, মিম ইভেন্ট ম্যানেজমেন্ট, সিনে ইস্টরি, অনিক রাজা ফটোগ্রাফি, নুর ওয়েডিং জোন, ম্যাক্স কাজল ফটোগ্রাফি, শিকু ফটোগ্রাফি, বিয়ে বাড়ি সহ অনেকে  সেখানে উপস্থিত ছিলেন।


ইমোশন ওয়েডিং জোন  এর পরিচালক জিত জানান, সকল পেশাদার ফটোগ্রাফারকে সবাই সবাই কে চেনা, জানার জন্য  মতবিনিময় করার আয়োজন করেছি। আগামীতে আবারো এ ধরনের আয়োজন করা হবে।   

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ