আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথা উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিনসহ অন্যরা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেযারম্যান হুমায়ুন রেজা, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেনসহ জেলার ৪৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চারটি পৌরসভার মেয়র, পাঁচটি উপজেলার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ এসভায় অংশগ্রহণ করেন। 

এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস  উদযাপন উপলক্ষে গণভবনে অনুষ্ঠেয় কর্মসূচিতে আমন্ত্রিত চাঁপাইনবাবগঞ্জের জনপ্রতিনিধি নিয়ে ব্রিফিং ও মানসম্মত প্রাথমিক শিক্ষা সুনিশ্চিতকরণ বিষয়ক অংশীজনসভা  অনুষ্ঠিত হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ