জেলা মহিলা সংস্থা প্রশিক্ষণ নিয়ে সাড়ে ২৮ লাখ টাকা ভাতা পেলেন ৩শ নারী
- ২৯শে আগস্ট ২০২৩ রাত ০৮:১৮:২৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থা থেকে সেলাইসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে সাড়ে ২৮ লাখ টাকা প্রশিক্ষণ ভাতা পেয়েছেন ৩০০ জন নারী। মঙ্গলবার উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় তাদেরকে চেকের মাধ্যমে এই টাকা প্রদান করা হয়।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলাশহরের পাঠানপাড়ায় সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। জীবন সংগ্রামে সফল হওয়ার গল্প শোনান জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুব। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা।
দিনব্যাপী এই কর্মশালায় জেলার ৮০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম জেসি নারীদের উদ্দেশ্যে বলেন আপনারা নিজেদের পাঁয়ে দাঁড়াবার চেষ্টা করুন, আমি আপনাদের পাশে থাকব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। নারীর ক্ষমতায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
০ টি মন্তব্য