আজ শুক্রবার, ১৪ই আশ্বিন ১৪৩০, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

শিবগঞ্জে সাপের কামড়ে আম ব্যবসায়ীর মৃত্যু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোতালেব হোসেন মাতব্বরের ছেলে মোহাম্মদ আলী (৪০)। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে কানসাট কলাবাড়ী এলাকার মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজ ফলভাণ্ডারের আড়তে এ ঘটনা ঘটে। 

মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আবু সালেহ বলেন, রাতে মোহাম্মদ আলীসহ তিনজন আম ব্যাপারি আড়তে ঘুমিয়েছিল। রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ মোহাম্মদ আলীকে কামড় দিয়ে আমের ক্যারোটের সারির ভেতর ঢুকে পড়ে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সোমবার উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ