আজ রবিবার, ২৮শে বৈশাখ ১৪৩১, ১২ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাছের পোনা অবমুক্ত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদরউপজেলায়২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রোববার দুপুর ১২টায় সদর উপজেল াপরিষদ চত্বরে পুকুরে আনুষ্ঠানিকভাবে এসব মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেনউপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোছাঃ নুরনাহার, সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ নাঈমা খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন প্রমুখ। জানা গেছে,উপজেলা পরিষদ পুকুর,র‌্যাব ক্যাম্পসংলগ্নপ্লাবনভূমি, মহাডাঙ্গা খাল, ৫৩ বিজিবিপুকুর, পুলিশ লাইনস পুকুর, দুখামরিপুকুর, গুশিরা আশ্রয়ণপ্রকল্পপুকুর, তালা পুকুরআশ্রয়ণপ্রকল্প, ওদুদ পার্ক আশ্রয়ণপ্রকল্পপুকুর,  বেলতলা খোজা আশ্রয়ণ প্রকল্প পুকুর ও মহারাজপুর বকুলতলা আদর্শ গ্রাম পুকুরে ১২৩ কেজিকাতল,  ১৬৪.৭২ কেজিরুই, মৃগেল ১২৩ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ