আজ রবিবার, ২৯শে বৈশাখ ১৪৩১, ১২ই মে ২০২৪

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩-চাঁপাইনবাবগঞ্জে মোট পরীক্ষার্থী ১৩৯০৩ জন

মেহেদি হাসান

১৭ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ বছর ১৩ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ১৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ১০ হাজার ৩৫৬ জন, ৩টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ৯৬০ জন, ৬টি কেন্দ্রে এইচএসসি বিএম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছেন ২ হাজার ৫৮৭ জন। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। 

এর মধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৬০৯জন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র ১ হাজার ১৬৯ জন, শাহ নেয়ামতুল্লাহ কলেজ কেন্দ্র ৪১১ জন, নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে ৩৬২ জন, শিবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ১০৫ জন, শিবগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ১ হাজার ২৪৫ জন, আদিনা সরকারি ফজলুল হক কলেজ কেন্দ্রে ৭৩০ জন, নাচোল সরকারি কলেজ কেন্দ্রে ৫৪৮ জন, নাচোল মহিলা কলেজ কেন্দ্রে ৫৪৩ জন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ কেন্দ্রে ৩৪৩ জন, ভোলাহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২১৭ জন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রে ৯০৭ জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৪৫৮ জন, গোমস্তাপুর সোলায়মান মিয়া কলেজ কেন্দ্রে ৫৮৩ জন, চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজ কেন্দ্রে ১২৬ জন। 

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ কালিম মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ৩০২ জন, গোমস্তাপুরের প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৯৪ জন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৬৪ জন।

এদিকে এইচএসসি (বিএম) ও এইচএসসি (ভোকেশনাল)য়ে চাঁপাইনববাগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৩২ জন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে ৬০০ জন, গোমস্তাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে ৪০০ জন, নাচোল টিবিএম ইনস্টিটিউট কেন্দ্রে ২০৩ জন, ধাইনগর এনটিএমকে আনক টিবিএম কলেজ (শিবগঞ্জ) কেন্দ্রে ৫০০ জন, ভোলাহাট উপজেলার নামো মুশরিভুজা ড. শামসুর রহমান দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫৫২ জন। 

প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ