আজ শনিবার, ২২শে অগ্রহায়ণ ১৪৩২, ৬ই ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ইকোর সহায়তায় ৪০০ শিক্ষার্থীর মাঝে উন্নত মানের খাবার বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান সাহায্য সংস্থা ‘ইকোর উদ্যোগে চারশ’ জন মাদ্রাসার এতিম ছেলে মেয়ের  মাঝে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁন্দলাই জামে মসজিদে এই খাবার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন সেক্রেটারি মোঃ আব্দুর রাকিবসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিদের নিয়ে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন । একবেলা উন্নত মানের খাবার পরিবেশনে ইকোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

ইকোর প্রজেক্ট অফিসার সেলিম রেজা জানান, ইকোর অর্থায়নে সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের সচেতন করতে এবং আর্থসামাজিকভাবে সচ্ছল করতে সংগঠনটি কাজ করছে। সংস্থাটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পলেটেকনিক কলেজ ও নার্সিং কলেজে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাবৃত্তি প্রদানের মতো কার্যক্রম করে আসছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ