সিআইপি হলেন এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ৪ঠা এপ্রিল ২০২৩ দুপুর ০২:০৪:০৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সিআইপি (শিল্প উৎপাদন ক্যাটাগরিতে ) নির্বাচিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক , এরফান এগ্রো ফুড লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান , বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম।
সোমবার (৩ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। সরকার সিআইপি (শিল্প) নীতিমালা-২০১৪ অনুযায়ী ২০২১ সালের অবদানের জন্য সারা দেশ থেকে ৪৪ জন সিআইপি নির্বাচিত করেছে সরকার।
সিআইপি নির্বাচিত হয়ে এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম জানান, সিআইপি (শিল্প) নির্বাচিত করায় ব্যবসা বান্ধব সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্প মন্ত্রণালয় ও বিএসইসি শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে তিনি কৃতজ্ঞতা জানান এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলীকে যার হাত ধরেই তিনি দ্বিতীয় প্রজন্ম হিসাবে আজ এরফান গ্রুপের একজন গর্বিত সদস্য হতে পেরেছেন। এছাড়াও তিনি বলেন এই অর্জন এরফান গ্রুপ এর প্রতিটি সদস্য এর যাঁদের কারনে এরফান গ্রুপ আজ এই অবস্হায় আসতে পেরেছে। উল্লেখ্য এরফান গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রসিদ্ধ চাল উৎপাদন ও বিপণন , কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন, রপ্তানী ব্যবসা, হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা , ট্র্যান্সপোর্ট , ফিলিং স্টেশন ইত্যাদি ব্যবসা সুনামের সাথে পরিচালনা করে আসছে ।
সিআইপিরা যেসব সুবিধা ভোগ করতে পারবে শিল্প মন্ত্রাণালয় থেকে সিআইপি (শিল্প) সংক্রান্ত একটি পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্রে মেয়াদকাল উল্লেখ থাকবে এবং মেয়াদকালীন সময়ে পরিচয়পত্রটি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে চলমান সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রাপ্তির জন্য তার অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দূতাবাসকে Letter of Introduction (Lol) প্রদান করবে।
স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। মেয়াদকালীন সময়ে সরকার কর্তৃক তাকে শিল্প বিষয়ক নীতি নির্ধারণী কোনো কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।
০ টি মন্তব্য