আজ বুধবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১, ২৭শে নভেম্বর ২০২৪

১নং ভোলাহাট ইউনিয়নে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ

মেহেদি হাসান

বাল্যবিয়ে ও নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও  সুরক্ষা এবং কোভিড -১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সামাজিক সম্প্রীতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৯ ফেব্রুয়ারি) সকালে ভোলাহাট ইউনিয়ন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য  দেন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট থানার ওসি সেলিম রেজা, ইউনিসেফ এর কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফোরডি) অফিসার মনজুর আহমেদ, প্রোগ্রাম অ্যাসোসিয়েট মিসেস ফারজানা ফেরদৌসি, প্ল্যানিং এন্ড মনিটরিং অফিসার রাজশাহী ও রংপুর বিভাগ সোনিয়া আফরিন, ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, ২নং গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসমিন আলী শাহ,  বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনা, গরিবুল্লাহ দবির প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথি দেবেন্দ্রনাথ উরাঁও তার বক্তব্যে বলেন,বাল্যবিয়ে দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না, মাদককে না বলবেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখবেন। সন্তানদের খোঁজ রাখবেন, তারা যেন কোনো দুষ্টের পাল্লায় পড়ে বিপথে চলে না যায়। আপনারা হয়তো ভাবছেন, অল্পবয়সী মেয়েটার বিয়ে দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তা সঠিক নয়। আপনাদের চারপাশেই আছে, নানা কারণে তালাকপ্রাপ্ত হয়ে বাপের বাড়ি ফিরে এসে মেয়েটি বাপের ঘাড়ের বোঝা হচ্ছে। শুধু তাই নয়, সাথে একটি বা দুটি সন্তান নিয়ে ফিরে আসছে। বাল্যবিয়ের কারণে মেয়েটির জীবন নষ্ট করে ফেলছেন। এটা করা যাবে না।এছাড়াও তিনি সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনাসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ