চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- ১০ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৪৪:৩০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষেজেলা স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করে। শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু আহমেদ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মু. জিয়াউর রহমান বলেন- দীর্ঘ ৯ মাস স্বশস্ত্র মুক্তিযুদ্ধের পর আমরা পাই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পাই লাল সবুজরে পতাকা। বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে জায়গা করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি বলেন- পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করল; কিন্তু আমরা আমাদের প্রিয় নেতা- যাঁর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করলাম, তিনি তখনো পাকিস্তান কারাগারে বন্দি। অবশেষে পাকিস্তানি সরকার বিশ্বের অবিসংবাদিত নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্য করে। আলোচনা সভা শেষে দোয়া করা হয়।
০ টি মন্তব্য