সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ্জাহান প্রামাণিক আর নেই
- ২৮শে এপ্রিল ২০২১ ভোর ০৫:০২:১৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
মসজিদ পাড়া নিবাসী মরহুম রস্তম মেম্বারের ছোট ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব থিয়েটারের প্রতিষ্ঠাতা, প্রথম আলো বন্ধুসভার অন্যতম সদস্য ,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামাণিকের বাবা শাহ্জাহান প্রামাণিক মঙ্গলবার দিবাগত রাত( বুধবার) রাত ২.৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
মরহুমার জানাজার নামাজ বুধবার (২৮ এপ্রিল ) বাদ জোহর মসজিদপাড়া গোরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য