নবাব আইপিআরএস প্রকল্পে মাছ উত্তোলন শুরু
- ৪ঠা ফেব্রুয়ারি ২০২১ রাত ০৮:৩৮:৩২
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের প্রথম মাছ চাষের অন্যতম প্রযুক্তি নবাব আইপিআরএস (ইন পণ্ড রেসওয়ে সিস্টেম) মাছ উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকালে মাছ উত্তোলনের উদ্বোধন করেন নবাব আইপিআরএস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকবর হোসেন।
আকবর হোসেন জানান, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও বাংলাদেশের প্রথম নবাব আইপিআরএস চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষামূলকভাবে সেপ্টেম্বর ২০২০ সালে মাছের পোনা মুক্ত করা হয়। উন্নত প্রযুক্তিতে নদীর স্রোতের মত প্রবাহের মাধ্যমে উন্নত জাতের খাবার পরিবেশন করে মাছগুলোকে চাষ করা হয়। যেটির আজ (০৪ ফেব্রয়ারি ) প্রথম মাছ উত্তোলন করা হয়। বিভিন্ন জাতের মাছের মধ্যে প্রথমে রুই ও পাঙ্গাস মাছ উত্তোলন করা হয়। যেগুলোর প্রতিটির ওজন দেড় থেকে ২ কেজি। মাছ গুলো খুবই সুন্দর কালার, সুস্বাদু ও শক্তিশালী একেবারেই নদীর মাছের মত। এগুলো বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে আড়ৎদাররা কিনে নিয়ে বিক্রি করছে।
উল্লেখ্য, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর, জেলা মৎস্য অফিসের সহযোগিতায় নবাব আইপিআরএস উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করে আসছে।
০ টি মন্তব্য