ইউনাইটেড স্ট্যাণ্ডার্ড স্কুলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বার্ষিক প্রীতি ভোজ অনুষ্ঠিত
- 10 January 2021 17:35 PM
- চাঁপাইনবাবগঞ্জ সদর
- ডেস্ক নিউজ

চাঁপাইনবাবগঞ্জ শহরের মনোরম পরিবেশে অবস্থিত ইউনাইটেড স্ট্যাণ্ডার্ড স্কুলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্কুলের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামসুজ্জামান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল ,ইউনাইটেড স্ট্যাণ্ডার্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও রাজশাহী চিকিৎসা মহাবিদ্যালয়ের রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম মুর্শেদ জামান মিয়া, পরিচালক মোঃ আবু সায়েম প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ইউনাইটেড স্ট্যাণ্ডার্ড স্কুল পরিদর্শন করেন। পরিদর্শন করে অতিথিবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি ব্যবস্থাপনায় এত সুন্দর কোয়ালিটি সম্পর্ন স্কুল জেলার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বার্ষিক ভোজ এ অংশগ্রহন করেন।
০ টি মন্তব্য