চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনলাইন ডিজিটাল মেলা
- ২৮শে জুন ২০২০ বিকাল ০৩:১৫:৩১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনলাইন ডিজিটাল মেলা। সরকারি বিভিন্ন খাতের ডিজিটাল কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌছে দিতে এ মেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মেলায় ডিজিটাল বাংলাদেশের গত ১১ বছরের কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন ও সম্প্রসারণ ব্যানার- পোস্টারসহ নানা মাধ্যমে তুলে ধরা হবে। ডিজিটাল মেলা চলাকালীন সময়ে দেশ ও বিশ্বের যে কোন প্রান্ত থেকে সকল নাগরিক ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে মেলার কার্যক্রম দেখতে পারবেন।
মেলা বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অফিসিয়াল www.chapainawabganj.gov.bd ওয়েবসাইটে ডিজিটাল মেলা-২০২০ নামের দৃশ্যমান আলাদা একটি মেনুবার তৈরি করা হয়েছে। এখানে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘মুজিববর্ষ/ মুুজিব কর্ণার’ নামের একটি প্যাভিলিয়নসহ মোট ৭টি প্যাভিলিয়ন থাকবে। অন্যান্য প্যাভিলিয়ন হচ্ছে ই-সেবা, ডিজিটাল সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ, কোভিড-১৯, শিক্ষা ও কর্মসংস্থান, জেলা ব্র্র্যান্ডিং এবং বিভিন্ন স্টার্টআপ ও উদ্ভাবকদের উদ্যোগ।
এ উপলক্ষে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রেস ব্রিফিং বিভিন্ন বিষয় ও অনলাইন মেলার ব্যাপারে তথ্য জানান মেলার সমন্বয়ক অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ও আইসিটি) এ কে এম তাজকির উজ জামান। এতে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, জেলা তথ্য অফিসার ওহিদুজ্জামান, সহকারী কমিশনার চন্দন কর, জিনিয়া জামান, সহকারী প্রোগ্রামার নাজমুল হক, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
দর্শনার্থীরা ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের উদ্যোগ ঘরে বসে সহজেই দেখতে পারবেন। মেলার উদ্বোধন কিংবা সমাপনীর তেমন আনুষ্ঠানিকতা রাখা হয়নি। জুম অ্যাপসের মাধ্যমে মেলার দ্বিতীয় দিন 'কভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। ই- সেবা প্রদানকারী সরকারি দপ্তরগুলোকে প্যাভিলিয়ন ১ এ, ডিজিটাল সেন্টার, পোস্ট ই- সেন্টার, এজেন্ট ব্যাংকিং, রুরাল ই-কমার্স ও অন্যান্য প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন ২ এ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন ৩ এবং জেলা পর্যায়ে বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগগুলো প্যাভিলিয়ন ৪ এ তুলে ধরা হবে।
০ টি মন্তব্য