ফেরদৌসী ইসলাম জেসি এমপি করোনা আক্রান্ত
- ২৫শে জুন ২০২০ রাত ১১:২৭:৪৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				MRKZS
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বৃহস্পতিবার রাতে তিনি চাঁপাই নিউজ কে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দিয়েছিলাম। রাতে রিপোর্ট পেয়েছি। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আমি শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় আইসোলেশন আছি। চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।’ এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের আজ বৃহস্পতিবার স্যাম্পল দেওয়া হয়েছে।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য