আজ শুক্রবার, ২৭শে আষাঢ় ১৪৩২, ১১ই জুলাই ২০২৫

নতুন সেনা প্রধানকে ইবিএইউবি উপাচার্যের শুভেচ্ছা অভিনন্দন

মেহেদি হাসান

বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে ২৪ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন এসএম শফিউদ্দিন আহমেদ। 

লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা অভিনন্দনজানিয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এবিএম রাশেদুল হাসান। শুভেচ্ছা বার্তায় উপাচার্য জানান, বাংলাদেশ সেনাবাহিনীকে সুষ্ঠু সুন্দরভাবে ভাবে পরিচালনা করে দেশ গঠনে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ