মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনার আহতদের জন্য সুস্থতা কামনা ইবিএইউবি উপাচার্যের
- ২৫শে মে ২০২১ বিকাল ০৪:২৬:১৯
- শ্রেণীভুক্ত সংবাদ
মেহেদি হাসান
মালয়েশিয়ায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৬ জন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৪৭ জন। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশিচত হওয়া যায়নি।
সোমবার আনুমানিক মালয়েশিয়া সময় রাত ৯টায় মুখোমুখি সংঘর্ষের ছবি মূহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে প্রচার হতে থাকে। ছবিতে দেখা যায় রক্তাক্ত যাত্রীরা ছটফট করছেন।
মুখোমুখি সংঘর্ষের "ঘটনা" নিশ্চিত করেছে প্রেসারানা মালয়েশিয়া বেরহাদ রেল কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধারকর্মীরা কেএলসিসি স্টেশনে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন এবং আহতদের কুয়ালালামপুর হাসপাতালে নেয়া হয়েছে।
মালয়েশিয়ায় এই ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতদের জন্য সুস্থতা কামনা করেছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাবেক মালোশিয়ার কূটনৈতিক প্রফেসর ডক্টর এ বি এম রাশেদুল হাসান।
০ টি মন্তব্য