সভাপতি ডলার সম্পাদক হামিদুল হক নির্বাচিত হওয়ায় এরফান আলীর শুভেচ্ছা
- ২৫শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫২:৫৪
 - শ্রেণীভুক্ত সংবাদ
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি আনোয়ার হোসেন ডলার এবং সাধারণ সম্পাদক পদে হামিদুল হকসহ অন্যান্যরা নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থীদের বিজয়ী করায় আইনজীবীদেরকে ধন্যবাদ জানান এবং আইনজীবী সমিতির উন্নয়নে নির্বাচিত কমিটির ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য