একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মোখলেসুর রহমানের শুভেচ্ছা
- ২০শে ফেব্রুয়ারি ২০২১ রাত ০৮:১০:২২
 - শ্রেণীভুক্ত সংবাদ
 
																				মেহেদি হাসান
দেশের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। বাংলা মায়ের  সন্তানেরা পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির।
মাতৃভাষার জন্য বাঙালি সন্তানদের আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির সাথে আজ সারা বিশ্বেই দিবসটি পালিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীকে জানায় অমর একুশের শুভেচ্ছা। 
মোঃ মোখলেসুর রহমান   
সদস্য 
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ
সহ-সভাপতি 
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ ।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য