অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আকবর হোসেনের শুভেচ্ছা
- ২০শে ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭:৩৪:০১
 - শ্রেণীভুক্ত সংবাদ
 
																				মেহেদি হাসান
অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। এদিনে সকল শহীদদের জানায় গভীর শ্রদ্ধাঞ্জলি ।
মোঃ আকবর হোসেন
ব্যবস্থাপনা পরিচালক
নবাব অটো রাইস অ্যাণ্ড ফিড মিলস্ লিমিটেড
নবাব আিইপিআরএস
 
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য