ধাইনগর ইউনিয়নের ৫নং ওয়াডে চেয়ারম্যানপ্রার্থী মতিউর রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- ৬ই ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭:৫০:৫৪
- শ্রেণীভুক্ত সংবাদ
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৪ নং ধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মতিউর রহমান মতি ৫ নং ওয়ার্ডের সূধী সমাজের লোকজন ও নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা মহিলা যুবলীগের সভাপতি বাতাসা বেগম , ৬নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রেজাউল করিম এডু মিয়া,৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মতিউর রহমানের ছেলে মোঃ আজম আলী খাঁন, শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মোঃ মাইনুল ইসলাম।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতি জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেলে তিনি অবশ্যই বিজয়ী হবেন । তিনি বিজয়ী হলে ইউনিয়নের ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের উন্নয়ন সততার সহিত পরিচালনা করবেন। ইউনিয়ন পরিষদকে দুর্নীতি মুক্ত রাখবেন । ধাইনগর ইউনিয়ন হবে জনগণের ইউনিয়ন। পুরো ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তর করা হবে।
০ টি মন্তব্য