আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ ১৪৩১, ১৪ই মে ২০২৪

ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওয়েবিনারে মূল বক্তা ইবিএইউবি উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান

মেহেদি হাসান

২০ সেপ্টেম্বর, ২০২০ বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিটে ভারতের Indian Council of Social Science Research (ICSSR) - Eastern Regional Centre (ERC) এর স্পন্সরে  নাবা  বাল্লিগঞ্জ  মহাবিদ্যালয় কলকাতা-এর অর্থনীতি ও বাণিজ্য বিভাগ কর্তৃক আয়োজিত একদিনের আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনার এর শিরোনাম ছিল ''Impact of covid-19 on Informal and Migrant Workers'' আন্তর্জাতিক এই ওয়েবিনারে বিদেশী বিশেষ অতিথি এবং কীনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন ড. প্রণাম ধর, প্রাক্তন প্রধান, কমার্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ভারত; ড. সুকোমল দত্ত, প্রিন্সিপ্যাল, নাবা বাল্লিগঞ্জ মহাবিদ্যালয়, কলকাতা; প্রফেসর সিদ্ধার্থ এস. সাহা, ডিন, বাণিজ্য, সমাজকল্যাণ এবং ব্যবসায় ব্যবস্থাপনা অনুষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ড. সন্দীপ ¬েপাদ্দার, সিনিয়র গবেষণা পরিচালক এবং নির্বাহী সম্পাদক (প্রকাশনা), লিংকন বিশ্ববিদ্যালয় কলেজ, মালয়েশিয়া। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের একাডেমিশিয়ানসহ অন্যান্যরা এই আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ