আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

বাজারে আলোড়ন সৃষ্টি করেছে লালতীর সীড লিমিটেডের হাইব্রিড লাউ ডায়না

মেহেদি হাসান

বাজারে আলোড়ন সৃষ্টি করেছে লালতীর সীড লিমিটেডের হাইব্রিড লাউ ডায়না। নতুন জাতের হাইব্রিড লাউ ডায়না চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষক। বিভিন্ন জেলা উপজেলায় সহ ও বিভিন্ন গ্রাম এলাকায় লালতীরের হাইব্রিড লাউ ডায়না চাষে সাফল্য পাচ্ছেন স্থানীয় কৃষকরা। 

রোববার (১৩ নভেম্বর) বিকেলে লালতীর হাইব্রিড লাউ ডায়না সীড লিমিটেডের উদ্যোগে রাজশাহী জেলার বাগমারা উপজেলার কালিগঞ্জ গ্রামে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড লাউ ডায়না উপলক্ষে মাঠ দিবসে কৃষকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালতীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালতীর সীড লিমিটেডের জোনাল ম্যানেজার (লালতীর সিল্ক প্রজেক্ট), রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ সাইখুল আহসান, জুনিয়র সেলস অফিসার মোঃ হামিদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

লালতীরের এ হাইব্রিড লাউ ডায়না জাতের ফসল দেখতে যেমন ভালো তেমনি ওজনেও বেশি বছরব্যাপী ফসল উৎপাদনে যেমন লাভবান হবেন কৃষক, তেমনি দেশের খাদ্য চাহিদা মিটিয়ে রপ্তানি করে আয় হবে বৈদেশিক মুদ্রা। নতুন জাতের এই হাইব্রিড লাউ ডায়না চাষে উপকৃত হচ্ছেন কৃষকরা। সারাদেশের প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে নতুন জাতের এই টমেটোর পৌঁছে দিতে পারলে সাফল্য আসবে ফসল উৎপাদনে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ