চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা
- ২৮শে সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৩৯:১৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি-সনাক’র সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। তিনি তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক উপস্থাপনার মাধ্যমে আইনটি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ড, সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউল করিম বাবু।
সভায় সনাকের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. শফিকুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, টিআইবি কর্তকর্তাসহ প্রায় ৯০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে টিআইবি প্রণীত ধারণাপত্র এবং ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে ব্যানার, ফেস্টুনসহ তথ্য অফিসের সুসজ্জিত গাড়িতে মাইকিং করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও ‘তথ্য আমার অধিকার-জানতে হবে সবার’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহসহ অন্যরা।
সভায় জানানো হয়, তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ইউনেস্কো ও ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
০ টি মন্তব্য