চাঁপাইনবাবগঞ্জে ১০লাখ টাকার হেরোইনসহ ১ জন আটক
- 23 February 2021 20:52 PM
- চাঁপাইনবাবগঞ্জ সদর
- ডেস্ক নিউজ

চাঁপাইনবাবগঞ্জের রেলবাগান পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকার ১০০ গ্রাম হেরোইনসহ ১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।
২২ ফেব্রুয়ারি সোমবার রাত পৌণে ১০টার দিকে চালানো অভিযানে হাসেম আলী (৩১) নামে ১ জনকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।
আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের বাথানপাড়া মালগোঠার আব্দুল লতিবের ছেলে।
জানা গেছে, এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার হেরোইনসহ ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হাসেম মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
০ টি মন্তব্য