চাঁপাইনবাবগঞ্জে মিলি নামে এক গৃহবধূকে হত্যা করেছে পাষন্ড স্বামী
- 23 February 2021 00:28 AM
- চাঁপাইনবাবগঞ্জ সদর
- ডেস্ক নিউজ

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মোসা. মিলি বেগম নামে এক গৃহবধূকে হত্যা করেছে তারই পাষন্ড স্বামী। ২২ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর কুলপাড়ার মো. জহরুলের সহধর্মিণী মিলি বেগম (৩৫)।
স্থানীয় প্রতিবেশি ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামীর বাঁশের লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় মিলি। এ ঘটনায় নিহত মিলির স্বামী জহুরুল পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, এসআই সোহেল ও এসআই সুজনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করার পর চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
মিলি বেগমের হত্যাকারী পলাতক স্বামী জহরুলকে আটক করতে বিভিন্নস্থানে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।
পরিবারের অন্যান্য সদস্যরাও পলাতক রয়েছে বলেও রাত পৌণে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।
০ টি মন্তব্য