ঈদুল আযহা উপলক্ষে কৃষকলীগ নেতা রুহুল আমিন ও রাসেলের শুভেচ্ছা
- ২১শে জুলাই ২০২১ রাত ১২:৩৬:৫৫
- শ্রেণীভুক্ত সংবাদ
মেহেদি হাসান
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল ।
শুভেচ্ছা বার্তায় তারা বলেন আনন্দ, খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা, তবে এবারের ঈদ-উল আযহা অন্যান্য ঈদ-উল-আযহার চেয়ে ব্যতিক্রম। বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের কারণে ঈদের আমেজ অনেকটাই বিলীন হয়েছে।
শুভেচ্ছা বার্তায় আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতিগোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল আযহার খুশি ভাগাভাগি করে নিই। আসুন জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করি। ঈদ মোবারক।
০ টি মন্তব্য