মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শীট নির্মাণ শিল্পী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৯ (ডিসেম্বর ) বিকেলে শহীদ সাটু হলে মেসার্স সানজানা এন্টার প্রাইজের পক্ষে মেসার্স লুনা ট্রেডার্সের সত্বাধীকারী রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আনোয়ার গ্ৰুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আনোয়ার সিমেন্ট এর ডাইরেক্টর (বিজনেস) মোঃ মোজাম্মেল হক।আনোয়ার সিমেন্ট সীটের জিএম সেলস কাঞ্চন সাহা, এজিএম সেলস হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রইসুদ্দিন আহমেদ।
কর্মশালায় আনোয়র সিমেন্ট শীটের গুনাগুন, ব্যাবহার পদ্ধতি সম্পর্কে মিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে নির্মাণ শিল্পীদের উপহার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।