মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ তহাবাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তহাবাজার বন্ধন সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে সমিতির সাধারণ সভায় এই হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়েতুল্লাহ, হাদিদুল মমিন, ডা. আল মামুন প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, তহাবাজার ইজারাদাররা বিক্রেতাদের কাছ থেকে এক টাকার খাজনার বিপরীতে ৫টাকা, ৫টাকার পরিবর্তে ২০টাকা, ২০টাকার স্থলে ৫০টাকাসহ বিভিন্ন হারে রশিদ ছাড়াই খাজনা আদায় করছে। ফলে বিক্রেতারা বাধ্য হয় পণ্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। এতে করে ভোক্তারা অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। তাই নর্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা। এছাড়াও বাজার এলাকায় খাজনা আদায়ের তালিকা টাঙ্গানোর দাবি জানানো হয়।