চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে ভোক্তার ডিজির মতবিনিময়

মেহেদি হাসান

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, মুক্ত বাজারের মাধ্যমে  ভোক্তাদের পণ্যের মধ্যে যে চাহিদা রয়েছে, তারমধ্যে পেঁয়াজ অন্যতম। পেঁয়াজ কেনার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। আমদানিকৃত পেঁয়াজ আনার ক্ষেত্রে সহজতর উপায় বের করতে হবে। এছাড়া সড়ক পথে পরিবহনের ভাড়া বেশী হলে এর বিকল্প হিসেবে সোনামসজিদ স্থলবন্দরে মালবাহি ট্রেনের মাধ্যমে বিভিন্ন ভোগ্যপণ্য আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে। রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানানো হবে। শনিবার (৩ নভেম্বর)  বেলা সাড়ে ১১ দিকে চাঁপাইনবাবগঞ্জ  জেলার ব্যবসায়ী ও রপ্তানীকারক স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ী, ক্যাব এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 তিনি আরো বলেন, ব্যবসায়ীদের নৈতিকতা থাকতে হবে। শুধু অতিরিক্ত লাভে পণ্য মজুত করে রাখা যাবে না। সে ক্ষেত্রে মজুতকারীদের জন্য আইন আছে। সবাই আন্তরিকভাবে কাজ করলে ফলাফল পাওয়া যাবে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (কার্যক্রম ও গবেষণা) ফকির মুহাম্মদ মুনওয়ার হোসেন, পুলিশ সুপার রেজাউল করিম- বিপিএম সেবা, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সোনামসজিদ কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা ইব্রাহিম হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক পরিবহণ মালিক গ্রæপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি শহিদুল ইসলাম আমদানীকারক গ্রুপের  সভাপতি মোঃ মামুনুর রশিদ, আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি কাজী  মোঃ সাহাবুদ্দিন, ক্যাবের জেলা সভাপতি মোঃ আব্দুর রহিম প্রমুখ। 


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।