রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের একটি কমিউমিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মো. এনায়েতুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জোনের সহকারী পরিচালক মাওলানা আব্দুর সবুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সভাপতি কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর গোলাম রাব্বানি, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।