মেহেদি হাসান
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে জেলার আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও পুলিশকে সংস্কার করে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েই কাজ শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার রেজাউল করিম।
বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার রেজাউল করিম। এ সময় মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনেরও প্রতিশ্রæতি দেন তিনি।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক এবং নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ এসএম জাকারিয়াসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।