মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে হাসপাতালের দুই শতাধিক রোগী, স্বজন ও স্টাফরা।
রোববার (২৫ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের দোতলায় দন্ত বর্হিবিভাগের একটি কক্ষে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দোতলায় ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দিকে, আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীদের অনেকেই আতঙ্কে নিচে নেমে আসেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দোতলায় দন্ত বহির্বিভাগের কক্ষে ক্লিনিং মেশিন থেকে শর্টসার্কিট হওয়ায় অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।