সোনালী ব্যাংক পিএলসি ও নবাবগঞ্জ সরকারি কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

মেহেদি হাসান

নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদে সোনালী ব্যাংক পিএলসি এবং নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি এর অনলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের নিকট হতে যাবতীয় বেতন/ফি/চার্জ আদায় সংক্রান্ত এসপিজি চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি পত্রে সোনালী ব্যাংক পিএলসি এর পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোঃ মোর্শেদ ইমাম এবং নবাবগঞ্জ সরকারি কলেজ এর পক্ষে অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম স্বাক্ষর করেন।

উক্ত চুক্তির মাধ্যমে অনলাইন Cashless Transaction সেবার আওতায় শিক্ষার্থীরা সোনালী ই-ওয়ালেট, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ-Tap ইত্যাদি) এর মাধ্যমে ঘরে বসে দিন-রাত ২৪ ঘন্টা বেতন/ফি/চার্জ পরিশোধ করতে পারবেন এবং কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক (রিয়েল টাইম) অবহিত হতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ  প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম,   মোঃ দুরুল হোদা, সম্পাদক, শিক্ষক পরিষদ, নবাবগঞ্জ সরকারি কলেজ, মোঃ গোলাম মোস্তফা, সহযোগী অধ্যাপক (বাংলা), নবাবগঞ্জ সরকারি কলেজ, মোঃ নাসিরুজ্জামান খাঁন, সহকারি অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান), নবাবগঞ্জ সরকারি কলেজ, ফরহাদ আহমেদ, সহকারি অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান), নবাবগঞ্জ সরকারি কলেজ,  মোঃ আবদুল আউয়াল, (ম্যানেজার), সোনালী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখা,  মোঃ পিয়ারুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চাঁপাইনবাবগঞ্জ,  মোঃ আবুল হাসান মুরাদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চাঁপাইনবাবগঞ্জ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবর্তিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসেবে সোনালী ব্যাংক পিএলসি নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচীর সফল বাস্তবায়নে "বিশ্বস্ত ও স্মার্ট” সেবা প্রদানে এ ব্যাংক অঙ্গীকারাবদ্ধ।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।