চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু

মেহেদি হাসান

“স্মার্ট ভৃমিসেবা ও স্মার্ট নাগরিক” এ  স্লোগানকে  সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ‘ভূমি সেবা সপ্তাহ’ ২০২৪ শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) বেলা ১১টায়  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।  

পরে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও,  চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন,  সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ প্রমুখ। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারি কমিশনার (ভুমি) আঞ্জুমান সুলতানা। এর আগে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে সেবা গ্রহীতাদের মাঝে ডিসিআর তুলে দেয়া হয়।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।