মেহেদি হাসান
‘‘ভূমির অবক্ষয় ও মরুকরণ রোধ এবং খরা সহনশীলতা অর্জনে চাই আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন’’এই প্রতিপাদ্যে ৫ জুন বিশ^ পরিবেশ দিবস উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) দিবসটি উপলক্ষে সনাকের উদ্যোগে নবাবগঞ্জ সিটি কলেজে বৃক্ষরোপন , কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সনাক সভাপতি সেলিানা বেগমের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের সাবেক উপাধ্যক্ষ ন. স. ম. মাহবুবুর রহমান মিন্ট। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শামসুন নাহার। টিআইবি প্রণিত দিবসটির ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য ঈষিতা খাতুন ও মোঃ আল আমিন। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সনাকের ইয়েস উপকমিটির আহবায়ক মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, অত্র কলেজের কৃষি বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, কলেজের শিক্ষর্থী আল ইয়াসা ও মোঃ আব্দুর রহমান। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে কলেজের নতুন ভবনের সামনে বৃক্ষরোপন করা হয়।