মেহেদি হাসান
‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানে বৃদ্ধ মায়েদের যতœ নেয়ার পাশাপাশি সকল মাকে সম্মানের জায়গায় রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, যে মা ১০ মাস ১০ দিন পেটের ভেতরে অতীব যত্নে শিশুকে আগলে রাখেন এবং শিশুর জন্মের পর পরম মমতায় লালন-পালন করেন তাকে কখনোই কষ্ট দেয়া উচিত নয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোছা. রেশমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, সরকারি মহিলা কলেজের প্রভাষক শরীফা রহমান।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোসিকুল আলম, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা। সূচনা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা. সাহিদা আখতার।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১০টায় শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। বক্তব্য দেন- উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য প্রকল্প আপা) তাকদিরা খাতুন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর সহযোগিতায় এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই কর্মসূচির আয়োজন করে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়। নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষক কর্মকর্তা প্রভাতী মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথিরর বক্তব্য দেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সবুজ হাসান সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক নুরুল ইসলাম বাবু, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি ওলিউর হক ডলার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মায়েরা অংশগ্রহণ করেন।