চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবন বিক্রির অপরাধে দুইজনকে কারাদণ্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের চাঁন্দলাই মিরের বাগান এলাকায়  হেরোইন  বিক্রি ও মাদক সেবনের অপরাধে একজনকে ৬ মাসের ও আরেকজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক।   রোববার (৫ মে) রাতে তাদেরকে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দলাই মিরের বাগান এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে রাইহান(২৯) ও পিটিআই বস্তি এলাকার মোজাম্মেল হক কালুর ছেলে   মোঃ সনু (২৫)। 

মোবাইল কোর্টে উপস্থিত থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ  জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান, সন্ধ্যার পর চাঁন্দলাই মিরের বাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুনের নেতৃত্বে এই মোবাইল কোট পরিচালনা করা হয়। এসময়  হোরোইনসহ রাইহান  ও বাংলা মদসহ সনুকে আটক করে মোবাইল কোর্টে বিচার করা হয়। বিচারে রাইহানকে ৬ মাসের কারাদণ্ড ও সনুকে ২০ দিনের কারাদণ্ড এবং উভয়কে ১শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।