মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা মিশনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও।
এসময় তিনি বলেন, সমাজের কুপ্রথা বাল্যবিয়ে, শিশুকালে কন্যাদের বিয়ে রোধ করতে সবাইকে সচেতনা হতে হবে। কন্যা সন্তানকে বোঝা না ভেবে মানুষ ভাবতে হবে, তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। তারা যেন শিক্ষা দিক্ষায় পুরুষের মতই সমানভাবে এগিয়ে যেতে পারে, নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেই স্বপ্ন দেখাতে হবে। এসময় স্কুলগামী মেয়েদের সাইকেল প্রদানের কথাও জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।
আমনুরা মিশন এলাকার ক্ষুদ্রজাতিতত্বার পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হওয়া কমিউনিটি সংলাপে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, আদিবাসী নেতা হিংগু মুরমুসহ অনান্যরা।