মেহেদি হাসান
করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি, উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহকারী কমিশনার আমিনুল ইসলামসহ জেলার বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ, বীমাগ্রহিতাসহ অন্যরা। পরে রচনা প্রতিযোগিতায় ক ও খ বিভাগে ৭ জনকে পুরস্কৃত করা হয়। শেষে ১ জনকে ৩লক্ষ ৫৫ হাজার টাকার বীমা চেক প্রদান করা হয়।