মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার সকালে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান।
ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে চাকতি ও গোলক নিক্ষেপ; ছাত্রদের ২০০, ৪০০ ও ৮০০ মিটার দৌড়; ছাত্রীদের সুঁই-সুতা দৌড়; মিউজিক্যাল চেয়ার; ভারসাম্য দৌড়; ছাত্রীদের অন্য ইভেন্টে ঝুড়িতে বল নিক্ষেপ ও লুডু খেলা, ছাত্রদের দীর্ঘ ও উচ্চলম্ফ, তিন পায়ে দৌড় ও বস্তা দৌড়। এছাড়া ছাত্রদের ক্যারাম (দ্বৈত), ক্রিকেট, ফুটবল, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।
অন্যদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে রয়েছে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, হামদ ও নাত, নজরুল গীতি, রবীন্দ্রসংগীত ও লালনগীতি। এছাড়া শিক্ষকদের জন্যও রয়েছে বিভিন্ন খেলা।