মেহেদি হাসান
“বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে দিবানিশি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে স্মার্ট কৃষি” এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রংবেরংয়ের বেলুন উড়িয়ে র্যালির শুভসূচনা করা হয়।
পরে র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহববুর রহমান, কল্যাণপুর হর্টিকালচারের উপ-পরিচালক ড. বিমল সরকার প্রামানিক, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. পলাশ সরকার।