সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হলো বাকপ্রতিবন্ধী পথশিশুকে

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ থেকে পাওয়া অজ্ঞাত পরিচয় এক বাকপ্রতিবন্ধী পথ শিশুকে সমাজ সেবা অধিদপ্তরের মিরপুরে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। রোববার সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার আব্দুল হান্নানকে সঙ্গে দিয়ে শিশুটি পাঠানো হয়। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সদর থানার এসআই চাঁদ সুলতানা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. ওয়াহেদা খাতুন, শিশু সুরক্ষা সমাজ কর্মী আশরাফুল হক।

এর আগে গত শনিবার রাতে জেলা শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে কেবা কারা ৯৯ য়ে ফোন করে। পরে শিশুটিকে থানায় নেয়া হয়। থানা থেকে সদর উপজেলায় শিশুটিকে নিয়ে যাওয়া হয় এবং রবিবার সকালে তাকে মিরপুরে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম রবিবার রাত ৮টায় বলেন ‘এতোক্ষণে শিশুটি ঢাকায় পৌঁছে গেছে।’

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।