মেহেদি হাসান
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৭ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্য়ন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে তারা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, জেলা অওায়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী আব্দুল ওদুদ এমপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. গোলাম রাব্বানী, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, এনপিপির নাহিদ আহমেদ, বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন প্রার্থী। তার হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান এমপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কনগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির প্রার্থী মো. মানিক, জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুর রশীদ, বিএনএফ মনোনীত প্রার্থী আজিজুর রহমান।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন। তারা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি গোলাম রাব্বানী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত নবাব মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম, জাকের পার্টির মো. আব্দুর রহিম মনোনয়নপত্র দাখিল করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এ কে এম গালিভ খাঁন এই ২৩ জনের কথা নিশ্চিত করেছেন।