মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। দুর্বৃত্তরা মো. হায়দার (৫৮) নামে এক ব্যাক্তিকে মেরে পা ভেঙ্গে দিয়েছেন। এছাড়া আরো ২জনকে পিটিয়ে আহত হয়েছেন। আহত ব্যক্তি ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এর প্রতিবাদ জানিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ দেন। অভিযোগে তারা জানান, ওই এলকার কয়েকজন দুর্বৃত্ত আশ্রয়ন প্রকল্প এলাকায় মাদক ব্যবসা করলে এলাকাবাসী প্রতিবাদ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে হায়দারসহ দুইজনকে মেরে আহত করেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। আমরা সদর থানাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, গত ২২ নভেম্বর বাবুডাইংয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প এলাকায় মারামারি সংঘঠিত হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অভিযোগকারীদের দেয়া তথ্যমতে দুর্বৃত্তদের ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।